eibela24.com
বৃহস্পতিবার, ১৮, জুলাই, ২০১৯
 

 
হ্যারি-মেগানের ভঙ্গিতে নিক-প্রিয়াঙ্কা?
আপডেট: ০৫:৩২ pm ১০-০৯-২০১৮
 
 


ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেহান মার্কেলের ঘনিষ্ঠ বান্ধবী ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক’দিন আগে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বাগদানও সেরে নিয়েছেন তিনি। এবার তাদেরকে দেখা গেল প্রিন্স হ্যারি আর মেগানের ভঙ্গিতেই ছবি তুলতে।

বাগদানের পর ভাবী বধূ মেগানকে নিয়ে কেনসিংটন প্রাসাদে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রিন্স হ্যারি। সেই ফটোশুটের আলোকচিত্রী ছিলেন অ্যালেক্সি লুবোমিরস্কি। এবার তিনিই ফ্রেমবন্দী করলেন নিক এবং প্রিয়াঙ্কাকে। এবং এবারও সেই একই ভঙ্গিমায় তাদের ছবি তোলেন তিনি।

ছবিটি তোলা হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার র‌্যাল্ফ লরেনের ৫০ তম জন্মবার্ষিকীর উদযাপনে। সেখানে একঝাঁক হলিউডি তারকার ছবি তুলেছেন অ্যালেক্সি, যাদের মধ্যে ছিলেন নিক-প্রিয়াঙ্কাও।

বান্ধবী মেগানের বিয়েতে আমন্ত্রিত হয়ে ব্রিটেনে উড়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে সঙ্গ দিয়েছিলেন প্রেমিক নিক। 

শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা। ধারণা করা হচ্ছে বাগদানের অনুষ্ঠান ভারতে হলেও বিয়ের অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রে। 

নি এম/