eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
নিজেকেই বিয়ে করলেন লুলু জেমিমাহ!
আপডেট: ০২:৪০ pm ১১-১০-২০১৮
 
 


মেয়ের বয়স হয়েছে ৩২ বছর। কিন্তু বিয়ের দুশ্চিন্তায় বাবা-মা’র রাতের ঘুম হারাম। তা থেকেই শুরু বিয়ে করার তাড়া। শেষে নিজেই নিজেকে বিয়ে করে নিলেন লুলু জেমিমাহ। বিয়ের চেয়ে পড়াশোনা করাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। তাই বাবা-মায়ের দুশ্চিন্তা কমাতে নিজেকে বিয়ে করার এই অভিনব সিদ্ধান্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লুলু জেমিমাহ বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাঁর বাড়ি উগান্ডায়। বরাবরই উচ্চশিক্ষায় আগ্রহী ছিলেন তিনি। কিন্তু লুলু জেমিমাহর বাবা-মা তাড়া দিচ্ছিলেন বিয়েতে। বাবা-মায়ের দেওয়া চাপ আর নিতে না পেরে নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

সম্প্রতি উগান্ডায় সেই বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গাউন পরে হাজির হোন লুলু জেমিমাহ। অনুষ্ঠানে অতিথিদের কাছে নিজেকে বিয়ে করার কারণও ব্যাখ্যা করেন তিনি। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, মেয়ের এ ধরনের বিয়েতে হাজির হননি বাবা-মা। লুলু বলেন, ‘আজকের অনুষ্ঠানের কথা বলায় মা একটু বিভ্রান্ত হয়েছেন, কষ্টও পেয়েছেন। তিনি বলেছেন, বিয়ের পোশাক পরায় এটি প্রমাণিত যে, আমি বিয়ের জন্য প্রস্তুত। আমার বাবা এখনো কথা খুঁজে পাচ্ছেন না।’


লুলু জেমিমাহ নিজের পড়াশোনার খরচ চালাতে অনলাইনে অর্থ সংগ্রহ করছেন। এ জন্য একটি ওয়েবসাইটও খুলেছেন তিনি। ১০ হাজার ১৯৪ পাউন্ড তোলার লক্ষ্য নিয়েছেন তিনি, উঠেছে ৪ হাজারের কিছু বেশি। নিজেকে বিয়ে করার কারণ জানাতে গিয়ে লুলু বলেন, ‘বিয়েতে আমার বক্তব্য অনেক আগ থেকেই লিখে রেখেছেন বাবা। তখন আমার বয়স ছিল মোটে ১৬ বছর। গত কয়েক জন্মদিনে, আমার মা এক প্রার্থনাই করছেন। সেটি হলো-আমার কপালে যেন ভালো স্বামী জোটে! আমি এই পরিস্থিতি একটু সহজ করতে চেয়েছি। ৩২তম জন্মদিনে আমি এমন একজনকে বিয়ে করেছি, যে কিনা অবশ্যই আমার খেয়াল রাখবে।’

মজার বিষয় হলো, বিয়েতে মাত্র ২ ডলার ৬২ সেন্ট খরচ করেছেন লুলু জেমিমাহ। শুধু অনুষ্ঠানস্থলে যাওয়ার খরচ এটি। এক বন্ধুর কাছ থেকে ধার করেছিলেন বিয়ের পোশাক। লুলুর ভাই কিনে দিয়েছেন কেক এবং অতিথিরা সবাই মিলে যার যার খাবার খরচ দিয়েছেন। সূএ: এনডিটিভি

নি এম/