eibela24.com
রবিবার, ১৯, মে, ২০১৯
 

 
সমাবেশের অনুমতি নিয়ে ঐক্যফ্রন্ট নাটক করছে: কাদের
আপডেট: ০৫:১৫ pm ২১-১০-২০১৮
 
 


সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  ‘সমাবেশের জন্য পুলিশের অনুমোদন দেয়ার পরও তারা নাটক করছে, এটা তাঁদের পুরোনো অভ্যাস।’

রবিবার দুপুরে রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘অনুমতি পায়নি এটা বলা তাদের পুরনো অভ্যাস। সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ করার অনুমতি পুলিশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সেখানে বড় বড় নেতারা যাবেন এর জন্য নিরাপত্তার বিষয়টা পুলিশ খোঁজ খবর নিয়ে দেখছে।’

‘নির্বাচন কমিশন বিভক্ত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কমিশনের ভেতরে মতামতের বিষয়টি গোপনীয়। তারপরও তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এটাই তো গণতন্ত্রের বিউটি। নির্বাচন কমিশন বিভক্ত বিষয়টি একেবারেই কাল্পনিক ও হাস্যকর।’

নি এম/