eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
১০ সদস্যের উপদেষ্টা সরকারের প্রস্তাব দিলেন ড. কামাল
আপডেট: ০২:৪৫ pm ০৭-১১-২০১৮
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ১০ সদস্যের উপদেষ্টা সরকারের প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। একই সঙ্গে তিনি আরও তিনটি প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
 
সূত্র জানায়, প্রস্তাবগুলো হলো:
১. বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি
২. প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া
৩. ১০ সদস্যের নিরদলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও 
৪. নির্বাচন কমিশন পুনর্গঠন

এর আগে সকাল ১১টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে এ সংলাপ শুরু হয়। এতে উভয় দলের ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।

এর আগে, ১ নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে অংশ নেয় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল।

নি এম/