eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
ওমরাহ্‌ পালন করতে যাচ্ছেন তামিম
আপডেট: ১০:৩৮ am ১৮-১১-২০১৮
 
 


বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সময়টা একদমই ভালো যাচ্ছে না। 

আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে যে ছিটকে পড়েন তারপর আর মাঠে নামা হয়নি তার।
এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজও কেটেছে মাঠের বাইরে। ওই সিরিজে না খেললেও নিজেকে তৈরি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য। কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও উন্নত হয়নি পাঁজরের ব্যথার। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় তামিমকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।

আর তাই নিজের এমন বাজে সময়ে আল্লাহর বন্দনায় নিজেকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ জাতীয় দলের সফল এই ব্যাটসম্যান। ওমরাহ্‌ পালনের করতে মক্কা নগরীতে যাত্রা করছেন বিশ্বসেরা এই তারকা ব্যাটসম্যান।

এর আগেও ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্‌ পালন করেন তামিম ইকবাল।

নি এম/