eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
শুরুতেই ফিরে গেলেন সৌম্য সরকার
আপডেট: ১১:০৭ am ৩০-১১-২০১৮
 
 


দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। প্রথম ঘণ্টায় অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে বেশ সতর্ক ব্যাটিংই করে যাচ্ছিলেন সৌম্য সরকার। কিন্তু দলীয় ৪২ রানে আউট হয়ে যান সৌম্য।

সৌম্য সরকার ১৯ রানে ফিরে যান। আরেক ওপেনার সাদমান ২৩ রানে ব্যাট করছেন। তার আউটের পর ক্রিজে এসেছেন মুমিনুল হক। 

স্বাগতিক বাংলাদেশ এই প্রথম টেস্টে কোন পেসার ছাড়া মাঠে নেমেছে। তাই বাংলাদেশ দলে নেই মুস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে ঢুকেছেন লিটন দাস। পেসার কমিয়ে ব্যাটসম্যান বাড়িয়েছে বাংলাদেশ দল। চোট শঙ্কায় থাকা মুশফিক আছেন দলে। উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে। দলে আছেন মোহাম্মদ মিঠুনও।

নি এম/