eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
ঠাকুরগাঁওয়ে বিয়ের ১৮ দিনের মাথায় স্বামীর বাড়ী থেকে নিখোঁজ স্ত্রী! 
আপডেট: ১১:২৫ am ১৪-০৫-২০১৯
 
 বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হয়েছে স্ত্রী আরিফা আক্তার (১৯)। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার(১৩ মে)সকাল থেকে নিখোঁজ রয়েছে সেই গৃহবধু। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌর শহরের ৭নংওয়ার্ডের নিশ্চিন্তপুর নামক এলাকায়। 
 

এবিষয়ে জানতে নিখোঁজ আরিফার স্বামী আল-আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তবে আরিফার শ্বশুড়মো: ইস্রাফিল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,গত এপ্রিল মাসের ২৬ তারিখে সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার ছেলে আল-আমিনের সাথে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের মুজিব নগর এলাকার বাসিন্দা মো: শাহা আলমের মেয়ে আরিফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালই কাটছিলো। কিন্তুসোমবার ভোররাতে সকলের অগোচরে বৌমা আরিফা তাঁর স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, নগদটাকা-পয়সাসহ ব্যবহৃত জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়।পরে সকালে আশেপাশের বাড়ীগুলোতে খোঁজ খবর করেও তাকেখুঁজে না পেয়ে বৌমার বাবাকে ফোন করে বিষয়টি অবগত করা হয়।

এঘটনায় মেয়ের বাবা মো:শাহা আলম সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করে কোথাও তার সন্ধান না পেয়ে অবশেষে সদর থানায় মৌখিক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

এছাড়াওতিনি তার নিখোঁজ মেয়ের সন্ধা পেলে ০১৭৫৭৯৫৫৮২৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। 
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: আশিকুর রহমান (পিপিএম-সেবা) জানান, বিষয়টি শুনেছি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নি এম/অন্তর