eibela24.com
বৃহস্পতিবার, ২০, জুন, ২০১৯
 

 
দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মোদী
আপডেট: ১১:২২ am ৩১-০৫-২০১৯
 
 


দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার শেষ বিকেলের আলোয় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ৫৭ জন পূর্ণ ও প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করেন। শপথ গ্রহণ করে এই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেলেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসোয়ান, নরেন সিং তোমর, রবিশংকর প্রসাদ, হরসিমরত কউর বাদল, টি সি গহলৌত, এস জয়শংকর, রমেশ পোখরিয়াল, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ সাবন্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ অন্যরা। বাংলা থেকে ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়।

মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন প্রায় ৬ হাজার অতিথি। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সহ বিদেশের অনেক নামীদামী অতিথি। এছাড়া দেশের অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির ছিলেন। হাজির ছিলেন রতন টাটা, মুকেশ আম্বানির মত দেশের প্রথমসারির শিল্পপতিরা। এছাড়া উপস্থিত ছিলেন অনেক বিজেপি কর্মী। যাঁদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চত্বর। বিশেষত যখন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করতে ওঠেন তখন তাঁরা সমস্বরে হর হর মহাদেব ধ্বনি দেন। উপস্থিত ছিলেন শহিদ পরিবারের লোকজন। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিমস্টেক দেশের প্রতিনিধিরা, মরিশাসের প্রতিনিধিরা। পাশাপাশি নমোর শপথ অনুষ্ঠানে যোগ দেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অতিথিদের তালিকায় রয়েছেন ক্রীড়াবিদ, ফিল্মস্টাররাও।

মোদীর শপথ অনুষ্ঠানে খানাপিনাতেও ছিল চমক।  অতিথিদের কথা মাথায় রেখে নৈশভোজের মেনুতে আমিষ-নিরামিষ দু’ ধরনের ব্যবস্থাই ছিল বলে জানা গিয়েছে।

নি এম/