eibela24.com
বৃহস্পতিবার, ২০, জুন, ২০১৯
 

 
ঈশ্বরগঞ্জে হিন্দু বাড়ি দখল করতে সন্ত্রাসীদের হামলা, আহত ৫ 
আপডেট: ১১:৩০ am ৩১-০৫-২০১৯
 
 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একটি বাড়ি দখলে নিতে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হামলা চালায় এক আওয়ামী যুবলীগ নেতার। এ সময় বাধা দিতে এগিয়ে একে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসীদের হামলায় নারীসহ আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, উচাখিলা-ঈশ্বরগঞ্জ সড়কের পাশে ১০ শতক জমিতে মৃত কৈলাস রবিদাসের পরিবার বংশানুক্রমিকভাবে বাস করে আসছে। সম্প্রতি রবিদাসের ওই বাড়ির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় আবদুল আউয়াল গংদের। গত শনিবার রাতে প্রভাব খাটিয়ে আউয়ালের ছেলে স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল রবিদাস সম্প্রদায়কে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের জন্য সশস্ত্র হামলা চালায়।

নি এম/