eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
রংপুরে সম্মিলিত মানব বন্ধন কর্মসূচি পালন
আপডেট: ১১:১৫ pm ১১-১২-২০১৫
 
 


রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের কয়েকটি জেলায় ‘কান্তজীর মন্দিরে বোমা হামলা, কাহারোলে মন্দিরে ককটেল বিস্ফোরণ, অর্জুন বিশ্বাসকে নৃশংস হত্যা, ইসকনের বীরেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের অলোক সেনকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে’ রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরে সম্মিলিত মানব বন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ ও ইসকন ভক্তমন্ডলী।

আজ শুক্রবার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কর্মসূচি পালন করা হয়।

হত্যাকাণ্ডে ও বোমা হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেন। কাহারোলের মন্দিরে ককটেল বিস্ফোরনের বিষয়ে জাতীয় হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় প্রতিনিধি লক্ষন চন্দ্র বর্মন ক্ষোভ প্রকাশ করেন। তিনি সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের ঐক্যের আহবান জানান ও প্রশাসনের সহযেগিতাসহ স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন।


এইবেলা ডটকম/লক্ষন/ইআ