eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
ঘর উত্তোলনে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ
আপডেট: ০৭:২২ am ১৬-০৪-২০১৬
 
 


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের আদাখোলা গ্রামে প্রতিবন্ধী মনির হোসেনকে নিয়ে তার মা-বোন কোন মতে বসবাস করতো খুপড়ি ঘরে। সেই শেষ আশ্রয়স্থল ঘরটিও কয়েক দিন আগে কাল বৈশাখি ঝড়ের তোড়ে ভেঙে গেছে। আশ্রয় নেওয়ার আর কোন স্থান নেই প্রতিবন্ধী মনির ও তার পরিবারের সদস্যদের। তাই নানা প্রতিকূলতার মধ্যে খোলা আকাশের নিচে বেঁচে থাকার তাগিদে বসবাস ও রাতযাপন করে আসছে। এমতাবস্থায় অতিকষ্টে বাবার সেই ভিটাতেই কোনমতে ঘর উত্তোলনের জন্য প্রস্তুতি নিলে তাতে বাধা দেন তাদের আপন চাচা এনছাব আলী হাওলাদার।

এ ঘটনায় প্রতিবন্ধী মনির হোসেন ও বোন ময়না আক্তার বাদি হয়ে শনিবার দুপুরে রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ প্রতিবন্ধী পরিবারটি তাদের পৈত্রিক ভিটায় বসতঘর উত্তোলন করে বসবাস করছিল। নতুন করে ঘর তুলতে বাঁধা দেয়ায় পুলিশ প্রশাসেনর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

এইবেলা/রহিম রেজা/এমকে/এসজি