eibela24.com
বৃহস্পতিবার, ১৮, এপ্রিল, ২০২৪
 

 
আগৈলঝাড়ায় ছাত্র সংসদের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন
আপডেট: ০৮:৫৫ am ১৬-০৪-২০১৬
 
 


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ’র নবনির্বাচিত ছাত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ছাত্র সংসদের সভাপতি এসএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) ড. নীলকান্ত বেপারী, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ছাত্র সংসদের সাবেক ভিপি তমাল বাড়ৈ, আ’লীগ নেতা আবু সালেহ লিটন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও নির্বাচন কমিশনার অধ্যাপক বিকাশ চন্দ্র বিশ্বাস। 

অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ছাত্র সংসদের সকল সদস্যদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন। অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ বাড়ৈ, সম্পাদক সৌরভ মোল্লা, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সরকারী গৌরনদী কলেজের ভিপি সুমন মাহাবুব, আগৈলঝাড়া কলেজের নবনির্বাচিত ভিপি রাজীব ঘটক, জিএস মাহিবুল মান্নান প্রমুখ।  

প্রসঙ্গত, ১৮ মার্চ ছাত্র সংসদের ভোট গ্রহণের তারিখ থাকলেও ছাত্রলীগ ছাড়া অন্য কোন দল বা ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ না করায় ১৫ সদস্যর ছাত্রলীগ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক বিকাশ চন্দ্র বিশ্বাস।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন রাজীব ঘটক (ভিপি), মাহিবুল মান্নান (জিএস) ও ইমরান হোসেন (এজিএস), মো. মনজুরুল রহমান সেরনিয়াবাত (ক্রীড়া সম্পাদক), অপূর্ব কুমার বাড়ৈ (নাট্য সম্পাদক), ঈমন খান (ছাত্র মিলনায়তন ও আন্তঃ ক্রীড়া সম্পাদক), নিশাত জাহিন রূপান্তি (ছাত্রী মিলনায়তন ও আন্তঃ ক্রীড়া সম্পাদিকা), তরিকুল ইসলাম (সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মোঃ বায়েজিদ সরদার (কলেজ বার্ষিকী সম্পাদক), খায়রুল বেপারী (সমাজ কল্যান ও ছাত্র কল্যান সম্পাদক), লেলিন মোল্লা (শ্রেণী প্রতিনিধি, একাদশ), বিধান রায় (শ্রেণী প্রতিনিধি, দ্বাদশ), মো. নাঈম হাওলাদার (শ্রেণী প্রতিনিধি, স্নাতক ১ম বর্ষ), মো. রাহাত হোসেন (শ্রেণী প্রতিনিধি, স্নাতক ২য় বর্ষ), নিলয় হালদার (শ্রেণী প্রতিনিধি, স্নাতক ৩য় বর্ষ)। 

এইবিলা ডটকম/অপূর্ব/ইআ/এসজি