eibela24.com
শুক্রবার, ৩০, অক্টোবর, ২০২০
 

 
শিবগঞ্জে নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত
আপডেট: ০৮:৫৬ am ১৬-০৪-২০১৬
 
 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টিকোরী আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আয়োজনে ও সাবেক ওয়ার্ড সদস্য তামিজ উদ্দিন মন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন, সহ-সভাপতি ইয়াসিন আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক সাদিকুল আলম বিশ্বাস, মহসিন আলী, রফিকুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক হিটলর রহমান বিশ্বাস, মফিজ উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগের প্রার্থী কামাল উদ্দিনের বড় ভাই আশরাফুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তরা আওয়ামীলীগের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে ভোট প্রার্থণা করেন।

 

এইবেলা ডটকম/ইমরান আলী/এমকে/এসজি