eibela24.com
মঙ্গলবার, ২০, অক্টোবর, ২০২০
 

 
চৌহালী উপজেলার স্থল ও বাঘুটিয়া ইউপি নির্বাচন স্থগিত
আপডেট: ০৯:৪৩ am ১৬-০৪-২০১৬
 
 


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের যমুনার ভাঙন কবলিত চৌহালী উপজেলার ২ টি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী শনিবার দুপুরে জানান, নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে অংশ গ্রহনের জন্য উপজেলার স্থল ও বাঘুটিয়া ইউনিয়নে প্রার্থীরা প্রতীক নিয়ে জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সীমানা সংক্রান্ত জটিলতার বিষয় নিয়ে বর্তমান চেয়ারম্যানদের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক স্থল ইউনিয়নে ৬ মাস এবং বাঘুটিয়া ইউনিয়নে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে নোটিশ পাঠিয়েছেন। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এইবেলা ডটকম/চন্দন/ইআ/এসজি