eibela24.com
মঙ্গলবার, ২৯, সেপ্টেম্বর, ২০২০
 

 
চোটের কারণেই বিবর্ণ মেসি
আপডেট: ১০:৩০ am ১৬-০৪-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: ২০১০ সালের পর এমন মেসিকে আর দেখা যায়নি। হ্যাঁ গোলখরা গেছে, এক-দুই কিংবা বড়জোর তিন ম্যাচ, তাই বলে টানা পাঁচ ম্যাচ! বার্সেলোনার জার্সিতে আর্জেন্টাইন খুদে জাদুকরের ফর্মহীনতায় সমালোচনার ঝড় ওঠা স্বাভাবিক। যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা তাঁর ফর্মহীনতার কারণ ব্যাখ্যায় জানিয়েছে অন্য কিছু। আর্জেন্টাইন অধিনায়ক নাকি খেলছেন মাংসপেশির সমস্যা নিয়ে! বার্সেলোনার একটি সূত্র মেসির চোটের বিষয়ে মার্কাকে জানিয়েছে এমনটাই।

ক্লাব নিশ্চিত না করলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিকটির খবর, মেসির মাংসপেশির সমস্যাটা আন্তর্জাতিক ফুটবল বিরতির আগ থেকে। এমনকি এই সমস্যার জন্য তিনি নিয়মিত পরামর্শ নিচ্ছেন ইতালিয়ান ফিজিও ডাক্তার পোসের কাছ থেকে, যিনি ‘বিশেষ ডায়েট’-এর পরামর্শ দিয়েছিলেন মেসিকে। সত্যি-মিথ্যা যা-ই হোক, মেসি যে নিজের সেরাটা দিতে পারছেন না, সেটা তাঁর মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে। ৪৫২ মিনিট গোল নেই যে তাঁর! টানা ৫ ম্যাচ গোলহীনভাবে কাটানো মেসির ২০১০ সালের পর এমন খারাপ সময় যায়নি। ওই বছর ৪৭৪ মিনিট গোলশূন্য ছিলেন তিনি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে সামনের লিগ ম্যাচের প্রথম ২৩ মিনিট লক্ষ্য ভেদ করতে না পারলে ছাড়িয়ে যাবেন আগের সময়টাকেও! 

 

এইবেলা ডটকম/এডি