eibela24.com
শুক্রবার, ৩০, অক্টোবর, ২০২০
 

 
চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা 
আপডেট: ০৪:১৪ am ১৭-০৪-২০১৬
 
 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণে’- শ্লোগাণে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ কর্মসূচীর আয়োজন করে। 

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, বিআরটিএ রাজশাহী জোনের উপপরিচালক উত্তম কুমার বড়ুয়া, চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাস,জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা সড়ক দূর্ঘটনা হ্রাসে করণীয় সম্পর্কে আলোচনা করেন। 

এইবেলাডটকম/ইমরান/এএস