eibela24.com
শুক্রবার, ৩০, অক্টোবর, ২০২০
 

 
চাঁপাইনবাবগঞ্জে মুজিবনগর দিবস পালন
আপডেট: ০৪:১৮ am ১৭-০৪-২০১৬
 
 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে কলেজ মোড়ে বঙ্গবন্ধু উন্মূক্ত মঞ্চে বঙ্গবন্ধুর ম্যূরাল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম,পুলিশ সুপার বশির আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা তথ্য কর্মকর্তা ওয়হিদুজ্জামান,পিপি জবদুল হক প্রমুখ।

পূস্পমাল্য অর্পণের পর জেলা প্রশাসক বঙ্গবন্ধু উন্মূক্ত মঞ্চের সামনে কয়েকশত শিক্ষার্থীর উদ্দেশ্যে মুজবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া দিবসে জেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও দুপুর পর্যন্ত ‘বঙ্গবন্ধুর ভাষন’ প্রচার কর্মসূচী পালন করে। 

এইবেলাডটকম/ইমরান/এএস