eibela24.com
মঙ্গলবার, ২০, অক্টোবর, ২০২০
 

 
 পাবিপ্রবিতে মাষ্টাররোলের কর্মচারীদের বিক্ষোভ, বিজ্ঞান ভবনে তালা
আপডেট: ০৫:০০ am ১৭-০৪-২০১৬
 
 


পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাষ্টাররোলে কর্মরত কর্মচারীরা তাদের চাকুরি স্থায়ী করণের দাবীতে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ প্রদর্শণকালে কর্মচারীরা চাকুরি স্থায়ীকরণের দাবীতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্নস্তরের শিক্ষক কর্মকর্তাদের সাথে তাদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা কক্ষগুলোর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এতে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাবিপ্রবি’র প্রক্টোর আওয়াল কবির জয় বলেন, মাষ্টাররোলের চাকুরী করা কর্মচারীদের সাথে আলোচনা হয়েছে। সময়মতো তাদের চাকুরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বড় ধরণের কোন সহিংস ঘটনা ঘটেনি। 

 

এইবেলাডটকম/পল্লব হোড় পলাশ/এআরসি