eibela24.com
মঙ্গলবার, ২০, অক্টোবর, ২০২০
 

 
রায়গঞ্জে বিদ্যুৎপৃষ্টে নিহত ১
আপডেট: ০৮:১৪ am ১৭-০৪-২০১৬
 
 


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে আজ রবিবার দুপুরের দিকে টিনের ঘর বহন করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুস সাত্তারের পুত্র বাদশা প্রামানিক (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বাদশা প্রামানিকসহ কয়েকজন একটি টিনের ঘর মাথায় বহন করে এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুটি থেকে বসতবাড়ীতে সংযোগ নেয়া তারের সাথে টিনের স্পর্শ লেগে ঘরটি বিদ্যুতায়িত হয়।

এ সময় বাদশাসহ ৭জন গুর“ত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদশা  প্রামাণিকের মৃত্যু নিশ্চিত করেন।

এইবেলা ডটকম/চন্দন কুমার আচার্য/ এটি