eibela24.com
বৃহস্পতিবার, ১৩, মে, ২০২১
 

 
করোনাভাইরাস: এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আপডেট: ০৮:১৬ pm ২২-০৩-২০২০
 
 


করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।

রবিবার (২২ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে এইচএসসি-সমমানের পরীক্ষা যে পেছাবে, তা কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। ঢাকা শিক্ষা বোর্ডের এক নির্দেশনাতেও তার ইঙ্গিত ছিল।

এর আগে করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

নি এম/