eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
সড়ক প্রকল্পে চীনা সংস্থাকে বরাত নয়: নীতিন গডকড়ী
আপডেট: ১১:১৭ pm ০১-০৭-২০২০
 
 


লাদাখে ভারত এবং চীনের সঙ্গে সংঘাত। আর তার জের এবার পড়তে চলেছে দেশের সড়ক নির্মাণেও। চীনা কোনও সংস্থাকে সড়ক নির্মাণের বরাত আর দেওয়া হবে না। সাফ জানিয়ে দিলেন নীতিন গডকড়ি।

তিনি জানিয়েছেন, যৌথ উদ্যোগে কোনও সড়ক নির্মাণের দায়িত্বও আর দেওয়া হবে না চীনা কোনও সংস্থাকে। পাশাপাশি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পেও কোনও চীনা সংস্থাকে বিনিয়োগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গডকরি। মোদী সরকারের এহেন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ব্যাপারে আমরা অনড় অবস্থান নিতে চলেছি। খুব শীঘ্রই এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন গডকড়ী।

নতুন করে কোনও টেন্ডারে চীনা সংস্থাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে যে সমস্ত প্রকল্পের কাজ মাঝপথে, সেগুলো সম্পূর্ণ করার ব্যাপারে আপত্তি করা হবে না।

এর আগে বিএসএনএল চীনা সংস্থার বরাত বাতিল করেছিল। রেলের তরফে একই কাজ করা হয়। ওয়াকিবহাল মহলের কথায়, কেন্দ্রের এই সিদ্ধান্ত চীনকে যেমন আর্থিকভাবে কোণঠাসা করা যাবে, তেমনই ভারতীয় সংস্থার সামনে নতুন দরজা খুলে যাবে।

নি এম/