eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০২৪
 

 
পিরোজপুরে প্রিন্সিপাল দীপ্তেন মজুমদারের ২০০ বছরের পুরনো শিব মন্দিরের জায়গা দখল
আপডেট: ১১:৩৬ pm ০৭-০৭-২০২০
 
 


https://www.facebook.com/pranto.halder.169/videos/107312011051749

পিরোজপুরে সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ২০০ বছরের পুরনো শিব মন্দিরের জায়গা (১০ শতাংশ) ও পারিবারিক ১১ শতাংশ জায়গা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক দখল করেছে প্রভাবশালী ভূমিদস্যু মোঃ কামরুল শেখ।

মঙ্গলবার (৭ জুলাই) পিরোজপুর জেলার নাজিরপুর থানার অন্তর্গত দিঘিরজান গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নাজিরপুর উপজেলার সহ-সভাপতি, শহীদ জননী কলেজের প্রিন্সিপাল, শ্রী দীপ্তেন মজুমদার আক্ষেপ করে বলেন, তাদের ২০০ বছরের পুরনো শিব মন্দিরের ১০ শতাংশ ও ব্যক্তিমালিকানাধীন ১১ শতাংশ জায়গা কাঁটা তার ও বাঁশ দিয়ে বেড়া দিয়েছিল। উল্লেখ্য, জায়গা মন্দির ও তাদের নামে রেকর্ড করা। অথচ আজ সকাল ৮ টার দিকে মোঃ কামরুল শেখের (কাবুল) নেতৃত্বে মোঃ শাহজাহান শেখ (তসিলদার) ও মোঃ হেদায়েত শেখ সহ কয়েকশো নাম না জানা লাঠিয়াল বাহিনী একত্রিত হয়ে কাঁটাতার ও বাঁশের বেড়া ভেঙে দিয়ে জায়গা দখল করে নেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রী দীপ্তেন মজুমদার বাধা দেয় এবং বলেন জায়গা আমাদের নামে দলিলও রেকর্ড করা। জায়গার মালিকানা যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের বৈধ কাগজপত্র দেখান এবং সরকার বা প্রশাসনের তরফ থেকে আপনাদের জায়গা বুঝিয়ে দিক। কিন্তু তার কোন কথায় কর্ণপাত না করে পেশী শক্তি প্রয়োগ করে সমস্ত কাঁটাতারের বেড়া ভেঙে দেয় এবং হুমকি-ধামকি দেয়। এবং পরিবারের মহিলা সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

নি এম/