eibela24.com
বুধবার, ৩০, সেপ্টেম্বর, ২০২০
 

 
শায়েস্তানগরে নিরাঞ্জন রবিদাসকে নির্মমভাবে কুপিয়ে হত্যা
আপডেট: ১০:৪৪ pm ০৮-০৭-২০২০
 
 


হবিগঞ্জ জেলার শায়েস্তানগর রবিদাস পাড়ার সম্ভূ রবিদাসের ছেলে নিরাঞ্জন রবিদাস(৩৭) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

এলাকা ও নিরাঞ্জনের পরিবার সূত্রে জানা যায়, নিরাঞ্জন রবিদাস দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক হিসেবে দায়িত্ব পালন করছে। গত ৬-জুলাই রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৩ বন্ধুর সাথে নিরাঞ্জন রবি দাস বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১১ টার দিকে এক পথচারী রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে লাশ হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় অন্যান্য এ্যাম্বুলেন্স চালকরা নিরাঞ্জনের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়।

পরে তার ভাই রাম রবি দাস লাশ সনাক্ত করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দু’টি পা হাটুর নিচে হাড় ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে তার সাথে থাকা বন্ধু রূপী দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।"

নি এম/