eibela24.com
মঙ্গলবার, ১৬, এপ্রিল, ২০২৪
 

 
আলিবাবা নিষিদ্ধ করার ইঙ্গিত ট্রাম্পের
আপডেট: ১০:৪৫ pm ১৬-০৮-২০২০
 
 


চীনের অনলাইন টাইফুন আলিবাবাকে নিষিদ্ধ করার পথে হাটতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত, একই সঙ্গে চীনের আরও কিছু বড় মাপের চীনা অ্যাপ নিষিদ্ধ করারও প্রস্তুতি নিচ্ছেন তারা। এই সিদ্ধান্ত স্বভাবতই যথেষ্ট চিন্তায় রাখবে আলিবাবা কর্ণধার জ্যাক মাকে। চীনা সংস্থা আলিবাবার বিরুদ্ধে সাইবার নিরাপত্তাবিধি অমান্যের বেশ কিছু অভিযোগ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

চলতি মাসেই জাতীয় নিরাপত্তার যুক্তিতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শনিবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, ‘আমেরিকার জনগণের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। 

সেপ্টেম্বর থেকে কার্যকর হবে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত। গত ৭ আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দেড় মাসের মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করা হবে। তারপর আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্ত্বাধিকারী সংস্থা ‘বাইটড্যান্স’-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবে না। কোনও মার্কিন সংস্থার সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না টিকটক।

নি এম/