eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে সাইনা
আপডেট: ০২:১৫ am ০১-০৫-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শুক্রবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চিনের শিজিয়ান ওয়াংকে হারালেন ভারতের সাইনা।আর এটা অলিম্পিকের আগে ছন্দে ফেরার ইঙ্গিত সাইনা নেহওয়ালের।

প্রায় ঘণ্টাখানেকের লড়াইয়ে ২১-১৬, ২১-১৯ জিতে হায়দরাবাদি তারকা সেমিফাইনালে উঠলেন। বিশ্বের আট নম্বর সাইনা এর আগে সুইস গ্রাঁ প্রি গোল্ড, ইন্ডিয়া সুপার সিরিজ আর মালয়েশিয়া সুপার সিরিজে সেমিফাইনালের বেশি এগোতে পারেননি। শেষ চারে জাপানের নোজোমি ওকুহারা ও চিনের ইহান ওয়াংয়ের মধ্যে জয়ী সাইনার সামনে পড়বেন।

 

এইবেলা ডটকম/এআরসি