eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি
আপডেট: ০৪:৫১ pm ০৭-১২-২০২২
 
 


১০ ডিসেম্বর নয়াপল্টনে আয়োজিত বিএনপির গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে সমাবেশস্থলের বিষয়টি সমাধান হতে পারে।

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের  কর্মকর্তা এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি।

আরেক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‌গতরাতেও বিএনপিকে বলেছি সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করতে। সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করব। নয়াপল্টনে উন্মুক্ত জায়গায় সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমোদনহীন বা বিনাঅনুমতিতে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

এইবেলাডটকম/মভশ