eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আপডেট: ১২:৫২ pm ১৫-১২-২০২২
 
 


মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন।'  বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচারিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আরো জানা যায়, ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

এইবেলাডটকম/মভশ