গেল বছর পাকিস্তানের জন্য বাজে একটা বছর। নতুন বছর আরো উদ্বেগের জন্ম দিল । তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে এসেছে। এখন তারা ব্যাপক হামলায় অস্থির করে তুলেছে পাকিস্তানকে। আত্মঘাতী হামলার ঘটনা ইসলামাবাদ পর্যন্ত এসে ঙ্গেছে।
তাই পুরো পাকিস্তানজুড়ে রয়েছে নিরাপত্তাহীনতা। অনেক দেশ নিজেদের নাগরিকদের পাকিস্তানে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে।
টিটিপি সংগঠকেরা খাইবার পাখতুনখাওয়া এবং আশপাশের এলাকায় নিজস্ব প্রশাসক নিয়োগেরও ইঙ্গিত দিয়েছে।
সরকার ও সশস্ত্র বাহিনী—উভয়ে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানাচ্ছে। কিন্তু চরমপন্থা মোকাবিলায় দেশটিতে যে জাতীয় ঐকমত্য নেই, সেটা স্পষ্টই ধারণা করা হচ্ছে। অনেকে বলছেন, টিটিপির এবারের ঘোষণা কেবল চোরাগোপ্তা হামলায় সীমিত থাকবে না। ঘটনায় যুক্ত হবে আফগানিস্তানও। তাই পাকিস্তান মহা অগ্নিপরীক্ষায় পড়ল। নিজ দেশে গোলাগুলির ঐতিহ্য তাদের পিছু ছাড়ছে না।
এইবেলাডটকম/মভশ