eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
অভিনব অ্যাপ নির্মাতা মাত্র ১২ বছরের শিশু তন্ময় বকশি
আপডেট: ০১:২২ am ১৮-০৬-২০১৬
 
 


এইবেলা ডেস্ক :: বয়স মাত্র ১২ বছর। এই বয়সে সবার মনেই স্কুল বা সহপাঠীদের নিয়ে খেলাধুলার বিষয়টি কাজ করে। তবে কানাডার নাগরিক তন্ময় বকশির কথা একটু আলাদা।

মাত্র পাঁচ বছর বয়স থেকেই প্রযুক্তি নিয়ে কাজকারবার শুরু করে তন্ময়। বিশ্বের সবচেয়ে কম বয়সী অ্যাপ নির্মাতাদের একজন তন্ময়।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইবিএম ডেভেলপার কানেক্ট নামের একটি অনুষ্ঠানে নিজের প্রতিভা প্রদর্শন করে তন্ময়। তন্ময় সেখানে ‘আস্ক তন্ময়’ নামের একটি অ্যালগরিদম নিয়ে কথা বলে, যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ওয়েবভিত্তিক এনএলকিউ সিস্টেম।

এটি আইবিএমের সুপার কম্পিউটার ওয়াটসনের জ্ঞানসহায়ক সক্ষমতা ব্যবহার করে তৈরি। আট ধাপের এই অ্যালগরিদম ব্যবহার করে ব্যক্তি, সংগঠন, অবস্থান, তারিখ প্রভৃতি বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়া যায়।

তন্ময়ের উপস্থাপনার বিষয়টি সবার নজর কাড়ে। টুইটারে তার প্রশংসা করে অনেকেই টুইট করেন। এনডিটিভি

 

এইবেলাডটকম/এমআর