eibela24.com
সোমবার, ১৮, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট: ০৯:৫১ pm ২৬-০৬-২০১৬
 
 


ফরিদপুর: ফরিদপুরের সালথা ‍উপজেলায় পানিতে ডুবে ফাতেমা (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে সালথার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়ে গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ফরিদপুরের নগরকান্দার হাটকৃষ্ণপুর গ্রামের সিরাজ শেখের মেয়ে।

তার মামা আনোয়ার জানান, দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল ফাতেমা। খেলতে গিয়ে সে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন পুকুরে ফতেমার মরদেহ ভাসমান অবস্থায় দেখে পান।

এইবেলা ডটকম/এমকে