eibela24.com
রবিবার, ১৮, নভেম্বর, ২০১৮
 

 
এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এরোবিল লিঃ এবং এইবেলা’র চুক্তি
আপডেট: ০৮:৩৫ pm ০৪-০৯-২০১৬
 
 


ঢাকাঃ  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকার নির্দেশিত ডাইনামিক ওয়েবসাইট এবং এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার লক্ষে কাজ করে যাচ্ছে।

সেই হিসেবে এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এর সাথে এইবেলা বিজনেস এবং এরোবিল লিমিটেড এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়।

আজ রবিবার দুপুরে এইবেলার অফিস কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইবেলা ডটকম এর পরিবারবর্গ ও এরোবিল লিমিটেড এর সদস্যবৃন্দ।


এইবেলাডটকম এর সম্পাদক সুকৃতি কুমার মন্ডল এবং এরোবিল লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার, এ এফ এম মামুনুর রশিদ ফাত্তাহ এই চুক্তি  পত্রে স্বাক্ষর করেন  ।   

তারা বলেন, চুক্তির ফলে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠান এইবেলা বিজনেসের কাছ থেকে ডাইনামিক ওয়েবসাইট এবং এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়ার সম্পূর্ণ বিনামুল্যে পাবে(শর্ত প্রযোজ্য) এবং এই শর্তের আলোকে প্রতিটা ছাত্রছাত্রী বছরে দুইবার তাদের ডাক্তারের কাছ থেকে ফ্রী- হেলথ চেকআপ পাবে।

বিস্তারিত জানতে এবং আপনার স্কুলের ওয়েব সাইটসহ এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়ার নিতে আপনার স্কুলের নাম, ঠিকানা, জেলা, থানা এবং যোগাযোগ ব্যক্তির নাম ও মোবাইল নাম্বার দিয়ে এই ঠিকানায় ইমেইল করুনঃ eibelajobs@gmail.com

 

 

বিজ্ঞপ্তি