eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
অনন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যাযয়ের ৮১তম জন্মদিন আজ
আপডেট: ০৮:১৬ am ০২-১১-২০১৬
 
 


প্রতাপ চন্দ্র সাহা ||

তার প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে ঐ একই পত্রিকার পূজাবার্ষিকীতে ঘুণ পোকা নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস মনোজদের অদ্ভূত বাড়ি। ছোটদের জন্য লিখেছেনও প্রচুর।
তাঁর জন্ম ময়মনসিংহে। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাথে ।

পুরস্কার
বিদ্যাসাগর পুরস্কার (শিশু সাহিত্যে অবদানের জন্য)
আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)
সাহিত্য অকাদেমি পুরস্কার ) মানবজমিন উপন্যাসের জন্য)
জীবনব্যাপী সাহিত্য সম্মান, ২০১৪ - "পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড" প্রদত্ত

টিভি এবং চলচ্চিত্র
তাঁর পাতালঘর কাহিনিটি সিনেমা হয়েছে। এ ছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনি নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তাঁর উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরি হচ্ছে। এ ছাড়াও সিনেমা হয়েছে তাঁর শবর নামে গোয়েন্দা চরিত্রটি নিয়ে।

ছোটদের জন্য লিখেছেন প্রচুর। যেমন-
পাতালঘর
কুঞ্জপুকুরের কান্ড
দুধসায়রের দ্বীপ
পটাশগড়ের জঙ্গলে
ঝিলের ধারে বাড়ি
সোনার মেডেল
অদ্ভুতুড়ে
মনোজদের অদ্ভুত বাড়ি
বিপিনবাবুর বিপদ
নৃসিংহ রহস্য 
বক্সার রতন
গজাননের কৌটো
গোঁসাই বাগানের ভূত
গৌরের কবচ 
চক্রপুরের চক্করে
নবাবগঞ্জের আগন্তুক 
নবীগঞ্জের দৈত্য
পাগলা সাহেবের কবর
বনি
ভূতুরে ঘড়ি
ষোলো নম্বর ফটিক ঘোষ
হিরের আংটি
হেতমগড়ের গুপ্তধন
ঝিকরগাছার ঝঞ্ঝাট
সাধু বাবার লাঠি
হারানো কাকাতুয়া
উঁহু
অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার
হাবু ভুঁইমালির পুতুল

পুরস্কার
বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫) - শিশুসাহিত্যে অবদানের জন্য।
আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৮)- মানবজমিন উপন্যাসের জন্য।
বঙ্গবিভূষণ (২০১২)

 

এইবেলাডকটম/প্রচ