eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
খানসামায় সেতুবন্ধনের আলোচনা সভা ও লিফলেট বিতরন
আপডেট: ০২:৪২ pm ২৩-১১-২০১৬
 
 


নীলফামারী প্রতিনিধি : এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই এ শ্লোগানকে সামনে রেখে ‘সেতুবন্ধন’ সংগঠনের উদ্যোগে পাখির নিরাপদ আবাসস্থল।

গড়ে তোলার প্রচেষ্টায় খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্তরে ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে সেতুবন্ধনের উদ্যেগে পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে দিনভোর আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
খানসামার স্থানীয় কবি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দীন রকি, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। 

 

 এইবেলাডটকম/মোমেন/এফএআর