eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শন করলেন সুইডিশ রাষ্ট্রদূত জন ফ্রিজেল
আপডেট: ০৫:০২ pm ০৩-০১-২০১৭
 
 


 ব্রাহ্মণবাড়িয়া::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিজেল। মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় প্রেসক্লাবে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত বলেন,নাসিরনগরের হামলার ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

নাসিরনগরের হামলার পর সরকারের ভূমিকার প্রসংশা করে রাষ্ট্রদূত আরও বলেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর  চেষ্টায় এ ঘটনা নিয়ন্ত্রণ হয়েছে। এর ফলে বাংলাদেশের অন্যান্য স্থানে এ ধরনের ঘটনা আর ঘটেনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ কুমার দেব, সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।  

 

এইবেলাডটকম/প্রচ