eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
শিবগঞ্জে ৯৬৮ জিবির অধীক পর্ণো ভিডিও সহ আটক-৩
আপডেট: ১২:৪৪ pm ১৪-০১-২০১৭
 
 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে গত বৃহষ্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের আব্দুস সাত্তার বাটা মার্কেটে অভিযান পরিচালনা করে মার্কেটের অভিযান চালিয়ে মাসুদ টেলিকম,বাবু কম্পিউটার্স ও নাজ কম্পিউটার্স থেকে প্রায় ৯৬৮ জিবির অধীক পর্ণো ভিডিও সহ ওই তিন দোকান মালিক কে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলার রশিকনগর বাবুপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও মাসুদ টেলিকমের মালিক মোঃ মাসুদ আলী (২২), একই এলাকার আতাউর রহমানের ছেলে ও বাবু কম্পিউটার্সের মালিক মোঃ বাবু (২২) ও সাবেক লাভাঙ্গা এলাকার মৃততাজিমুল ইসলামের ছেলে ও নাজ কম্পিউটার্সের মালিক মোঃ শহিদুল ইসলাম (২৮)।

র‌্যাব শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের আব্দুস সাত্তার বাটা মার্কেটের “মাসুদ টেলিকম” “বাবু কম্পিউটার্স” “নাজ কম্পিউটার্স”সহ আরও অনেক কম্পিউটারের দোকানে কতিপয় পর্ণো ব্যবসায়ীরা উপদ্রব বৃদ্ধি সহ সমাজে যৌন অপরাধ প্রবণতা সৃষ্টি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ নূরে আলম এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থল থেকে আটককৃতদের তাদের নিজ নিজ কম্পিউটারের দোকান হতে ৪টি কম্পিউটার, ৪টি এলসিডি মনিটর, ৪ টি কী-বোর্ড, ৪টি মাউস,৮ টি মেমোরী কার্ড, পর্ণো ভিডিও রক্ষিত ৮টি হার্ড ডিক্স সহ সর্বমোট ৯৬৮ জিবির অধীক পর্ণো ভিডিও উদ্ধার সহ তাদের হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ নিজ কম্পিউটারের দোকানে অবৈধভাবে পর্ণো ভিডিও সংরক্ষণ এবং যুবক ও শিশুদের নিকট প্রদর্শনসহ মোবাইল ফোন ও বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসে সরবরাহ ও বিক্রয় করার কথা স্বীকার করে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইবেলাডটকম/এফএআর