eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
কিশোরগঞ্জে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই
আপডেট: ১১:১৫ pm ০৬-০২-২০১৭
 
 


কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। পাশাপাশি আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু হয়েছে।

এতে ৫০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।রোববার ভোরে কিশারগঞ্জ সদর উপজেলার চিকনির চর গ্রামে অগ্নিকান্ডের-ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মালেকের বাড়ির গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।সাথে সাথে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।আগুনে তিনটি পরিবারের একটি গোয়াল ঘর ছাড়াও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ ইসরাইল জানান, এইআগুনে তার ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এইবেলাডটকম/নজরুল/এফএআর