eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
যমজ সন্তানের মা হলেন ৬৪ বছরের নারী!(ভিডিওসহ)
আপডেট: ১২:৩১ am ১৮-০২-২০১৭
 
 


আন্তর্জাতিক ডেস্ক: ৬৪ বছর বয়সে যমজ সন্তানের মা হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন স্পেনের এক নারী।

যমজ সন্তানের একটি পুত্র সন্তান এবং অপরটি কন্যা সন্তান।যদিও হাসপাতালের পক্ষ থেকে সেই নারীর নামপ্রকাশ করা হয়নি। তবে মা–শিশু সকলেই সুস্থ আছে বলে জানা গেছে।খবর বিবিসির।পুত্র সন্তানটির ওজন প্রায় আড়াই কিলোগ্রাম। কন্যা সন্তানটির ওজন ২.‌২ কিলোগ্রাম।কোনও রকম জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় একটি সংবাদপত্র।

এর আগে ২০১২ সালে ওই নারী এক মেয়ে শিশুর জন্ম দেন।কিন্তু শিশুর সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকায় অবশ্য তাকে সামাজিক সেবার আওতায় নেওয়া হয়।‌‌হাসপাতাল কর্তৃপক্ষ যমজ সন্তান প্রসবের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। নিচে সেই ভিডিওটি দেয়া হল-
 

এইবেলাডটকম/এবি