eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
বেনাপোল সীমান্তে ওয়ান শ্যুটার গান ও ককটেল উদ্ধার
আপডেট: ১১:০৯ pm ২৭-০৩-২০১৭
 
 


বেনাপোল:  বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের পাশে এক যুবককে ধাওয়া করে থেকে একটি ওয়ান শ্যুটার গান ও একটি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

সোমবার ভোরে এ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেই জানা গেছে।বিজিবি জানায়, ভোরে নিয়মিত টহলের সময় বারোপোতা বাজারে এক যুবককে সন্দেহভাজন হলে তাকে দাঁড়াতে বলা হয়। এসময় যুবকটি বিজিবিকে দেখে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের ভেতর থেকে একটি ওয়ান শ্যুটার গান ও একটি ককটেল পাওয়া যায়।২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ককটেল বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হবে।

এইবেলাডটকম/এবি