eibela24.com
শনিবার, ২০, জুলাই, ২০১৯
 

 
গাজীপুরে আগুনে পুড়ল ২৫ ঘর ও ১৫ দোকান
আপডেট: ০৮:৩২ pm ১৭-০৪-২০১৭
 
 


গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে কেউ হতাহত হওয়ার খবর না পাওয়া গেলেও আগুনে ২৫টি ঘর এবং ১৫টি দোকান পুড়ে গেছে।রবিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল।তিনি বলেন, রাত ২টার দিকে পূর্বচান্দরা এলাকাস্থ একটি দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তেই আগুন অন্যান্য দোকানে এবং সংলগ্ন ভাড়াবাড়িতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ও ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভাড়া বাড়ির টিনশেডে তৈরি ২৫টি ঘর এবং ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে।  

এইবেলাডটকম/এবি