eibela24.com
বুধবার, ১৯, জুন, ২০১৯
 

 
ইতিহাসের এই দিনে
আপডেট: ১০:২০ am ২৮-০৭-২০১৫
 
 ১৮২১ সালে স্পেনের নিয়ন্ত্রণ থেকে পেরু স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৩ সালে বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত।

১৯১৪ সালে সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৭৬ সালে চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লক্ষ লোকের প্রাণহানি।

১৯৮৮ সালে চীনে প্রচ- ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

১৮৮৭ সালে ফরাসি পরাবাস্তববাদী চিত্রশিল্পী মার্সেল দুঁশার জন্ম।

১৯০৪ সালে নোবেলজয়ী [১৯৫৮] সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভের জন্ম।

১৯৩০ সালে নোবেলজয়ী [১৯১১] সুইডিস চক্ষুরোগ বিশেষজ্ঞ আল্লভার গুল্লস্ট্রান্ড্রের মৃত্যু।

১৯৭২ সালে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের মৃত্যু।

২০০১ সালে আহমদ ছফার মৃত্যু।