eibela24.com
বৃহস্পতিবার, ২৩, মে, ২০১৯
 

 
চাণক্য নীতিতে মৃত্যুর পরেও এই তিন অভিশাপ পিছু ছাড়েনা
আপডেট: ১০:১৯ am ১৩-০৫-২০১৭
 
 


চাণক্যের অর্থনীতি এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে চাণক্য আজ বিশ্বজুড়ে প্রসিদ্ধ৷ স্বর্গ-মর্ত্য-পাতাল এই তিনটির কোনও অস্তিত্ব আছে কিনা জানা নেই৷

কিন্তু কথিত আছে, এই জন্মে যদি আপনি কোনও অন্যায় করেন তাহলে মৃত্যুর পরে পরলোকেও আপনি সেটি থেকে রেহাই পাবেন না৷ চাণক্যের এই নীতিবাক্য কোনও আধ্যাত্মিকতার কথা বলেনি৷ বরং জীবনের দু:খ-দুর্দশা, প্রাপ্তি-অপ্রাপ্তিকেই তুলে ধরেছেন চাণক্য৷

চাণক্যর মতে, কোনও ব্যক্তির কৃতকর্ম থেকেই তার জীবনে অভিশাপ নেমে আসে৷ আর সেই অভিশাপ মৃত্যুর পরেও পিছু ছাড়েনা৷ এমনই তিনটি অভিশাপ হল-

১) কোনও দম্পতি জীবনের অন্তিম লগ্নে এসে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান কোনও কারণে তাহলে চাণক্য নীতি অনুসারে সেটি অভিশাপ হিসেবে গ্রাহ্য করা হয়৷ বিপত্নিক কিংবা বিধবা হওয়া এই দুই শূণ্যতা পরজন্মেও ধাওয়া করে বেরায়৷

২) কখনও কারও মুখাপেক্ষি হয়ে থাকা উচিত নয়৷ প্রতিবন্ধী মানুষও মনের জোরে অসাধ্য সাধন করতে পারে৷ পরামুখাপেক্ষিতা অভিশাপ হিসেবেই গ্রাহ্য হয়৷

৩) যখন কোনও ব্যক্তির পরিশ্রমের ফলে প্রাপ্ত ফল অন্য কেউ উপভোগ করে৷ তাহলে ওই পরিশ্রমী ব্যক্তির জীবনে হতাশার সৃষ্টি হয়৷ আর এই কারণে তার সেই আফসোস পরজন্মেও পিছু ছাড়েনা৷

এইবেলাডটকম/এএস