eibela24.com
বৃহস্পতিবার, ১৮, জুলাই, ২০১৯
 

 
নির্বাচনের প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আপডেট: ০৭:৩৫ pm ২০-০৫-২০১৭
 
 


ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ও নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বেলা ১১টার পর থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠকে সিইসির সঙ্গে অন্য কোনো নির্বাচন কমিশনার বা ইসি সচিবালয়ের কেউ উপস্থিত ছিলেন না।

রাতে সিইসি কেএম নুরুল হুদা বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতে দুজনের মধ্যকার ব্যক্তিগত জীবন আলোচনা হয়েছে। এর ফাঁকে ফাঁকে ওনারা নির্বাচনের খবর জানতে চেয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন, সময়মতো হবে কিনা এসব জানতে চেয়েছেন। আমি বলেছি, আমাদের সংবিধানে যেভাবে বলা আছে, সেই সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেশ উইকে ও প্রেস অ্যাটাশ রঞ্জন মন্ডলও উপস্থিত ছিলেন।

এইবেলাডটকম /আরডি