eibela24.com
বুধবার, ২২, মে, ২০১৯
 

 
পদ্মা সেতুর মূল টেস্ট পাইল স্থাপনের কাজ শুরু
আপডেট: ০৭:২০ am ২০-০৩-২০১৫
 
 


মুন্সীগঞ্জ প্রতিনিধি॥

বহু প্রত্যাশিত পদ্মা সেতুর মূল টেস্ট পাইল স্থাপনের কাজ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় থেকে এ কাজ শুরু হয়েছে। জানা যায়, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

পদ্মা বহুমুখী সেতু বিভাগের প্রজেক্ট ম্যানেজার অক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (মেইন ব্রিজ) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার সারাদিন মূল পিলারটির ডিজাইন চূড়ান্ত করার জন্য ডেমো ট্রায়াল পাইলের আয়োজন শেষ হয়। তাই সকাল ১০টা থেকে থেকে মূল টেস্ট পাইল স্থাপনের শুরু করা হয়েছে। সিডিউল অনুযায়ী মূল টেস্ট পাইল বসানোর কাজ শুরু হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি। তবে কাজের অগ্রগতি ভালো হওয়ায় সময়ের আগে শুরু করা সম্ভব হচ্ছে। এছাড়া একই সঙ্গে শুরু হয়েছে ৬ দশমিক ১ কি.মি. পদ্মা নদীর ক্যানেল তৈরি কাজ। তিনি অারও জানান, পদ্মার নদীর মাঝে চর হওয়ায় ড্রেজিংয়ের মাধ্যমে এই ক্যানেল তৈরি হচ্চে। এর ফলে সহজে ও দ্রুত ভারী যন্ত্রপাতী গন্তব্যে নিয়ে যাওয়া যাবে।