eibela24.com
সোমবার, ১৯, নভেম্বর, ২০১৮
 

 
ধূমপানে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ভারতীয় মহিলারা!
আপডেট: ১০:৫২ am ০২-০৬-২০১৭
 
 


প্রতিবেশী ডেস্ক: গত বুধবারই ছিল বিশ্ব ‘নো টোবাকো’ দিবস। আর সেই দিনই সামনে এলো চমকে দেওয়ার মতো এক তথ্য।

ধূমপানে গোটা বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারতীয় মহিলারা। তথ্য বলছে এমনটাই।নতুন তথ্য অনুযায়ী, পুরুষ ও মহিলা নির্বিশেষে এমনিতেই ভারতে ধূমপানের হার প্রত্যেক বছরই বাড়ছে। কিন্তু দেখা গেছে, এর মধ্যে মহিলা ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে বেশ দ্রুত গতিতে। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের তথ্য অনুযায়ী, ধূমপানের কারণে প্রত্যেক বছরই ৮ থেকে ৯ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। বিশেষত, ধূমপানের ফলে ক্যানসারে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বেশিরভাগ মানুষের। তার মধ্যে স্তন ক্যানসারের সংখ্যাটাই বেশি।

চিকিৎসকদের ভাষায়, ৬০ শতাংশ ক্যানসার আক্রান্ত রোগীরা ধূমপানের কারণেই এই মরণ রোগে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের ডিম্বাশয়ে ক্যানাসর, সন্তান ধারণের সমস্যার কারণও এই ধূমপান।আর এ সমস্যা থেকে বাঁচার একটাই উপায়। ধূমপান ত্যাগ করতে হবে। দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিতে হবে। চিকিৎসকদের কথায় কাউন্সিলিংই এ ব্যাপারে সঠিক চিকিৎসা।

এইবেলাডটকম/এবি