eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
মনষ্কামনা পূরণে শ্রাবণ মাসে মেনে চলুন এই পাঁচটি নিয়ম
আপডেট: ০৩:০৬ pm ০৭-০৭-২০১৭
 
 


স্পেশাল ডেস্ক: বৃষ্টির অঝোর ধারাতেই রাজ্যে আগমন হয় শ্রাবণ মাসের৷ আষাঢ় পেরিয়ে আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছে শ্রাবণ মাস৷ আগামি ২৩জুন থেকেই শুরু হবে বাংলার শ্রাবণ মাস৷

হিন্দু ধর্ম অনুযায়ী, শ্রাবণ মাস খুবই পবিত্র একটি মাস৷ কথিত আছে, এই মাসেই শিবপূজা করলেই জীবনে মিলবে শান্তি৷ রীতি মেনে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই উপোস রাখেন ভক্তরা৷

কিন্তু এই মাসেই বেশ কিছু রীতিনীতি এবং আচার বিচার মেনে চলা হয়৷ এই আচার বিচার গুলি মেনে চললেও আপনিও জীবনে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন৷

১) যদি আপনার পরিবারের মধ্যে কোনও চাপা উত্তেজনা, অসঙ্গতি কিংবা অস্থিরতার সৃষ্টি হয়৷ তবে, অবশ্যই এই মাসটিতে পরিবারের সকলে একসঙ্গে থাকুন এবং ভক্তিভরে শিবের উপাসনা করুন৷

২) নম্র সভ্যভাবে লোকজনের সঙ্গে মেলামেশা করুন৷ ভালোবাসার মাধ্যমে পরকে আপন করে নিন৷ তাহলেই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার৷ শুধু তাই নয়, এই মাসজুড়ে নিরামিশ আহার করুন৷ এর পাশাপাশিই এই মাস জুড়ে একেবারেই মদ্যপান করা উচিত নয়৷

৩) এই মাসজুড়েই শিবের পূজা করতে ব্যবহার করুন দুধ৷ যা আপনাকে শারিরীক সমস্যা থেকে মুক্তি ঘটাবে৷

৪) শ্রাবণ মাসে নিজেদের বাড়িতে বেগুন রাখা উচিত নয়৷ কারণ এই মাসে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়৷ বেগুনের সঙ্গে মিশে যায় কীটনাশক৷ যার ফলে সেটিও বিষাক্ত হয়ে যায়৷ যার জন্যই বলা হয় ক্ষতির হাত থেকে বাঁচতে শ্রাবণ মাসে খাদ্যের তালিকা থেকে বাদ দিন বেগুন৷

৫) এই মাসে কখনই কারোর উপর বেশি দেখানো উচিত নয়৷ ঠান্ডাভাবে সমস্ত জিনিস বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিন৷ অযথা রাগ আপনাকে শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে৷

 

এইবেলাডটকম/পিসিএস