eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
বেনাপোল চেকপোস্টে ২০ পিস সোনার বার সহ আটক-১
আপডেট: ১১:০৬ am ১৮-০৭-২০১৭
 
 


বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্টাপোল কাস্টম তল্লাশী কেন্দ্রে মঙ্গলবার সকালে ২০ পিস সোনারবার সহ আবু সালাম (৪৭)নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

সে মুন্সিগনজ সদর থানার বালিগনজ এলাকার আব্দুল হামিদ এর ছেলে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার রে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টম তল্লাশী কেন্দ্রে ২০ পিস সোনারবার সহ এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সে দেশের কাস্টমস কর্মকর্তারা।

সে বাংলাদেশ কাস্টম ও ইমিগ্রেশন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের পর ভারতীয় কাস্টম সন্দেহজনক ভাবে তার ব্যাগ তল্লাশী করে ২০ পিচ সোনার বারসহ তাকে আটক করা হযেছে। তার বাড়ি মুন্সিগনজ জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাস্টমস হেফাজত।