eibela24.com
সোমবার, ২৪, জুন, ২০১৯
 

 
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন
আপডেট: ০৫:২৪ pm ০৫-০৮-২০১৭
 
 


চুয়াডাঙ্গায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

শনিবার সকাল ৮টায় শহরের মহিলা কলেজ রোডের একটি বুথে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। সিভিল সার্জন জানান, কর্মসূচীতে চুয়াডাঙ্গা জেলার এক লাখ ৩৬ হাজার ৫৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জে/এসএম