eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
গুগল আনছে নতুন পিক্সেল ফোন
আপডেট: ০৬:৫৭ pm ২৪-০৮-২০১৭
 
 


গুগল- অক্টোবরে দুটি নতুন ফোন বাজারে আনছে । সম্ভবত ৫ অক্টোবর  আসছে Google Pixel-2, Pixel XL-2 । এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেয়নি গুগল।

নতুন ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর। নোকিয়া ৮, এইচটিসি ইউ ১১ ও ওয়ান প্লাস ৫ এর মতো ফোনে এই প্রসেসর রয়েছে। নতুন প্রসেসর ব্যবহার করলে ফোনের ব্যাটারির আয়ু বাড়াবে।

Pixel XL-2 তে থাকছে এলজি-র ৬ ইঞ্চি ডিসপ্লে। Pixel XL-2 তে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। দুটি ফোনেই থাকছে ডুয়্যাল রিয়ার ক্যামেরা। 

/ডিএম