eibela24.com
বৃহস্পতিবার, ২০, জুন, ২০১৯
 

 
বগুড়ায় মা-মেয়ে হত্যার ২৪ ঘণ্টা পরও আটক হয়নি কেউ
আপডেট: ১০:১৪ pm ৩০-০৮-২০১৭
 
 


বগুড়ার ভাণ্ডারপাড়া গ্রামে নিজ বাড়িতে গৃহবধূ কাপিয়া আকতার (৩৩) ও তার সাত বছরের কন্যা সন্তান আয়েশা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত গৃহবূধর স্বামী ঢাকায় চাকরি করায় মামলা করতে বিলম্ব হচ্ছে। তবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে দাবি পুলিশের।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বুধবার দুপুরে জানান, গৃহবধূ ও কন্যা হত্যাকাণ্ডে জড়িতদেরকে আটক অভিযান অব্যাহত আছে। নিহত গৃহবধূর স্বামী ঢাকা থেকে আসতে দেরী হওয়ায় মামলা দায়েরের বিলম্ব হচ্ছে। তবে  মামলার প্রস্তুতি চলছে। আসামি আটক হলে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলেও মনে করছেন। 

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, বুধবার রাতের মধ্যেই জড়িতদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা সম্ভব হচ্ছে না। রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। 

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার নামুজা ভাণ্ডারপাড়া গ্রামে মঙ্গলবার বিকেলে গৃহবধূ ও তার শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

নি এম/