eibela24.com
বুধবার, ২২, মে, ২০১৯
 

 
ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সিনহা
আপডেট: ০৫:৩৬ pm ০১-০৯-২০১৭
 
 


আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতি নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের সাবেক ও বর্তমান বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় হবে বলে ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান।

তিনি বলেন, ‘প্রতি বছরই প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতিসহ আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবারও তেমনটি করবেন।’

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক সাংবাদিকদের জানান, রাজধানীর ১৯ নং হেয়ার রোডে প্রধান বিচারপতির নিজ বাসভবনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সকল আইনজীবীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিয়ম করবেন প্রধান বিচারপতি। এই অনুষ্ঠান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীর জন্য উন্মুক্ত থাকবে।

আরডি/